ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলার পর থেকে ডাকসু ভবনে তার সঙ্গে থাকা ক্যাম্পাসের বাইরের শিক্ষার্থীদের (ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত) নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। এমন অনেকে বলছেন, কেন নুরুল হক নুর বহিরাগতদের নিয়ে আসলো? এমন প্রশ্নের জবাব দিয়েছেন ভিপি নুর।
রবিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত নুরকে দেখতে যান ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী।
সেখানে উপাচার্য নুরের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। এরই এক পর্যায়ে ভিপি নুরকে তিনি বলেন, 'আমি জেনেছি– সুপরিকল্পিতভাবে বড় আকারের একটা ঘটনা ঘটানোর প্রয়াস ছিল। আমি কিছু ছবি দেখলাম, বহিরাগত– ওরা কারা? তোমাকে আটকে রেখে একটা লাশ চেয়েছিল বোধহয়। তুমি বোধহয় ষড়যন্ত্রের শিকার হয়ে যাচ্ছ।’
এ সময় বহিরাগতদের বিষয়ে ভিপি নুর বলেন, ''স্যার, আমি ঢাকা মেডিকেলে আসছিলাম তো। আমাদের সংগঠনের কিছু ছেলে-পেলে ছিল বিভিন্ন প্রতিষ্ঠানের। আমাদের (রবিবার) আজকের কর্মসূচিও ছিল স্যার।''
এর আগে, রবিবার দুপুরে ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে ভিপি নুর ও তার সহযোগীদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এছাড়া বাইরে থেকে ইট-পাটকেল ছোড়াও হয়। এতে নুরসহ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন। হামলার জন্য ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চকে দায়ী করেছেন ভিপি নুর।
বিডি-প্রতিদিন/মাহবুব