ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকে উদ্দেশ্য প্রণোদিত ও সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ ঘটনায় জড়িতদের বিচার ও শাস্তির দাবি জানিয়েছেন তারা। সোমবার সন্ধ্যায় গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।
শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এ এস এম মাকসুদ কামাল এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তথাকথিত মুক্তিযুদ্ধ মঞ্চের এই হামলা উদ্দেশ্য প্রণোদিত এবং বিশ্ববিদ্যালয়কে অশান্ত করার অপপ্রয়াস। ঢাবি শিক্ষক সমিতি এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।’
বিজ্ঞপ্তিতে ভিপি নুরকেও তার কাজ ও বক্তব্যের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, ‘এ ঘটনায় বহিরাগত কারো সংশ্লিষ্টতা তদন্তে প্রমাণ হলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করছি।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ঢাবি ক্যাম্পাস মুক্তবুদ্ধি চর্চার লালন কেন্দ্র। এই কাজ শিক্ষার সুষ্ঠু পরিবেশকেই শুধু নষ্ট করে না, বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার ও রসদ যোগায়।’ তারা আশা প্রকাশ করেন গঠিত তদন্ত কমিটি দ্রুত প্রকৃত দোষীদের শনাক্ত করে অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।
বিডি-প্রতিদিন/শফিক