ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে একটি ককটেল বিস্ফোরণের (অর্ধ বিস্ফোরণ) ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, অবিস্ফোরিত একটি ককটেল পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মধুর ক্যান্টিনের পশ্চিম পাশের দরজার সামনে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিকট শব্দ হয়। পরে সেখানে গিয়ে একটি ককটেল অর্ধ বিস্ফোরিত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তবে কে বা কারা এ কাজটি করছে তা কেউ জানাতে পারেননি।
তবে, ককটেল বিস্ফোরণের তথ্য ঠিক নয় বলে দাবি করেছেন ঢাবির প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী। তিনি বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি। তবে একটি ককটেল পাওয়া গেছে। ক্যাম্পাসে ডিবি পুলিশের সদস্যরা আছেন তারা বিষয়টা দেখবেন।
বিডি-প্রতিদিন/মাহবুব