ডাকসু ভিপি নুরুল হক নুরকে নির্দোষ দাবি করে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বছরপূর্তি উপলক্ষে রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।
নুরের ওপর হামলার প্রসঙ্গ টেনে ডাকসুর সাবেক ভিপি মান্না বলেন, বিশ্ববিদ্যালয়ে মারামারি হয়েছে সবাই দেখেছে। সিসি ক্যামেরা আছে, সেই ছবিগুলো কোথায়? এখন নুরের নামে মামলা হয়, রাশেদের নামে মামলা হয়। সেই সাথে আরও ২০ জনের নামে মামলা হয়। পুলিশের এক কর্মকর্তা বলেন, এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে দোষীদের গ্রেফতার করা হবে। ছাত্র আন্দোলনকে সবাই ভয় করতো, এই সরকারও করে। ডাকসুকে সবাই ভয় করতো, এই সরকারও সেটা করে। আমরা আজও বলি নুরের ওপর হামলা করা হয়েছে, নুর কারও ওপর হামলা করেনি। নুর ও তার সহযোগীদের নামে যে মামলা আছে তা অতি দ্রুত প্রত্যাহার করেন।
বিডি-প্রতিদিন/মাহবুব