ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মধুর ক্যান্টিনের এক কর্মচারী আহত হন বলে জানা গেছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মধুর ক্যান্টিনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। কলাভবনের ছাদ থেকে এ ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
গতকাল রবিবারেও মধুর ক্যান্টিনে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। গত ২৬ ডিসেম্বরও মধুর ক্যান্টিনের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়।
বিডি প্রতিদিন/ফারজানা