শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষা বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস টিটিসি প্রাঙ্গণে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. রফিকউল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথির দেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।
এতে অন্যান্যের মাঝে বক্তব্য দেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, জেলা প্রশাসক মঈনউল ইসলামসহ আরও অনেকেই।
বক্তারা এ সময় বলেন, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়। এর অবকাঠামোগত উন্নয়নসহ সকল কার্যক্রম দ্রুত বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নেয়া হবে।
গত দু'বছরে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের কলা, সামাজিক বিজ্ঞান, বাংলা, ইংরেজি, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স বিভাগে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ভর্তি হয়েছেন।
বিডি প্রতিদিন/ফারজানা