"শীতের রুক্ষতা জড়াবে না গায়, উষ্ণতা ছড়াবো সকলের ভালোবাসায় "-এই স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব প্রতি বছরের ন্যায় এই বছরও 'শীতবস্ত্র বিতরণ কর্মসূচি-২০২০' পালন করেছে। কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটির পক্ষ থেকে জাবি সংলগ্ন খেটে খাওয়া প্রায় একশত মানুষকে কম্বল দেওয়া হয়।
আজ শনিবার সকাল ৯টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের "ছাত্র -শিক্ষক কেন্দ্র " (টি.এস.সি)-তে কর্মসূচির উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব উপদেষ্টা ড.আব্দুর রব এবং বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের সম্মানিত সভাপতি ও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব উপদেষ্টা ড.শরীফ হোসেন।
এই সময় ক্লাবের উপদেষ্টা মন্ডলীগণ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং এভাবেই মানুষের কল্যাণে কাজ করার জন্য এগিয়ে আসার আহবান জানান। ক্লাবের সভাপতি শরীফুল ইসলাম বলেন, 'এমন কাজের মাধ্যমে গরীব ও অসহায় মানুষের পাশে দাড়াতে পারলে আমাদের ভালো লাগে'।
ক্লাবের সেক্রেটারী গোলাম রব্বানী বলেন, 'মানুষ বলে বিজ্ঞান দিয়েছে বেগ কিন্তু কেড়ে নিয়েছে আবেগ, এই কথাটি আসলেই পুরোপুরি সঠিক নয়, আসলে বিজ্ঞান মানুষের পাশে দাড়ানোর জন্য সবসময় আহ্বান করেন। সেই আহবানে সাড়া দিয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।'
এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি খন্দকার ওয়ালীউল্লাহ সাদ, সাংগঠনিক সম্পাদক তারেক আজিজ, মুস্তাফিজ সনেট, জাকির হোসেন, সায়েম, সাল-সাবিলা জেরিন, খলিল।
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন কার্যক্রম যেমন- গণিত অলিম্পিয়াড, আইটি ওয়ার্কশপ, মুক্ত বিজ্ঞান আলোচনা, সিভি রাইটিং সেমিনার, সায়েন্স ট্যুর, সায়েন্স ফেস্টিভাল ইত্যাদি প্রোগ্রামের পাশাপাশি গরীব-অসহায় মানুষদের সেবাদানের লক্ষ্য নিয়ে প্রশংসার সাথে কাজ করে যাচ্ছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ