ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের অপরাজেয় বাংলার সামনে দুটি ককটেকল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার বেলা ১১টা ১০ মিনিটে ও ১১টা ৩০ মিনিটে ককটে দুটির বিস্ফোরণ ঘটে।
গত ১ জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সারাদেশে নেতাকর্মীদের ওপর হামলা ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে অপরাজেয় বাংলার পাদদেশে প্রতিবাদ সমাবেশের কয়েক গজ দূরে একটি ককটেল বিস্ফোরিত হয় বেলা সাড়ে ১১টার দিকে।
এ বিষয়ে ঢাবির প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, মোটরসাইকেল থেকে ককটেল দুটি নিক্ষেপ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সম্প্রতি ঢাবি ক্যাম্পাসে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল। এসব ঘটনায় ছাত্রদলকে দোষারোপ করেছে ঢাবি ছাত্রলীগ।
হামলার ঘটনায় ছাত্রদলকে দোষারোপ করার প্রতিবাদে ঢাবি ছাত্রদলের আহ্ববায়ক রাকিবুল ইসলাম রাকিব বলেন, ছাত্রদলকে ঢাবি ক্যাম্পাস থেকে বিতাড়িত করতে একটি কুচক্রী মহল এ ঘটনা ঘটাচ্ছে।
বিডি প্রতিদিন/কালাম