কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর মা জাহানারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।
জানা যায়, জাহানারা বেগম বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ১০ ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
আজ রবিবার বাদ যোহর মরহুমার জানাজা গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটের লক্ষীপুর অনুষ্ঠিত হবে বলে অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী জানিয়েছেন।
বিডি প্রতিদিন/ফারজানা