কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজ শাখা ছাত্রদল।
রবিবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে একটি মিছিল বাটা সিগন্যাল থেকে শুরু হয়ে সায়েন্স ল্যাব মোড়ে গিয়ে গিয়ে শেষ হয়। এসময় খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান সজীব, মশিউর রহমান শামীমসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী।
বিডি প্রতিদিন/হিমেল