ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে মারামারির ঘটনায় হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সালসাবিল রাবেয়াকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
রবিবার দিবাগত রাতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, হলে শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সালসাবিল রাবেয়াকে (সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, ঢাকা বিশ্ববিদ্যালয়) সাময়িক বহিষ্কার করা হলো।
এর আগে, ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর শাড়ি বিতরণ নিয়ে রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনায় অন্তত দু’জন আহত হয়।
বিডি-প্রতিদিন/মাহবুব