রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের ঘটনায় একাই অনশন করছেন মোহাম্মদ সিফাতুল ইসলাম নামের এক শিক্ষার্থী।
সিফাত ঢাবির দর্শন বিভাগের ১৩-১৪ সেশনের ছাত্র। তিনি সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী।
তিন দফা দাবিতে রবিবার দিবাগত রাত সাড়ে তিনটা থেকে রাজু ভাস্কর্যের সামনে অনশন করছেন তিনি।
তার দাবিগুলো হল- ধর্ষককে দ্রুত আইনের আওতায় এনে গ্রেফতার করা, ঢাবিপ্রশাসনের অভিভাকসূলভ আচরণ ও সবাই যাতে নিজ নিজ জায়গা থেকে জনমত গড়ে তুলতে পারে।
উল্লেখ্য, রবিবার সন্ধ্যার পর কুর্মিটোলায় বাস থেকে নামলে পর অজ্ঞাত ব্যক্তির দ্বারা ধর্ষণের শিকার হন ঢাবির ওই ছাত্রী।
বিডি প্রতিদিন/কালাম