রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে গতকাল রবিবার রাত থেকেই শুরু হয়েছে বিক্ষোভ। গতকাল রাতে ঢাকা ক্যাম্পাসে বিক্ষোভ করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ সোমবার সকালে বিক্ষোভ অব্যাহত রয়েছে।
সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সমবেত হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করছেন। এতে যোগ দিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। ঢাবির বিভিন্ন হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরাও এতে যোগ দিয়েছেন।
গতকাল রবিবার রাজধানীর কুর্মিটোলায় বাস থেকে নামার পর ঢাবির এক ছাত্রীকে ধর্ষণ করা হয়। বর্তমানে ওই ছাত্রী চিকিৎসাধীন।
বিডি প্রতিদিন/ফারজানা