বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে হামলার ঘটনার নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ‘নীল দল’। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুর রহমান খান। কৃষি বিশ্ববিদ্যালয়ের নীল দলের আহবায়ক ও সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ আশিকুল আলমের সভাপতিত্বে এবং নীল দলের সদস্য সচিব সহকারী অধ্যাপক ড. এম এ হান্নানের সঞ্চালনায় বক্তৃতা করেন অধ্যাপক ড. উজ্জল কুমার নাথ, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. খন্দকার মাজহারুল আনোয়ার শাজাহান, বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি বিভাগের সহকারী অধ্যাপক ড. ইশরাত জাহান আইরিন, প্রভাষক ডা. সাহাবুদ্দিন আহমেদ, প্রভাষক ডা. মো. জান্নাত হোসেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার