স্বাস্থ্যবিধি মেনে স্নাতক (সম্মান) শেষ বর্ষের পরীক্ষা গ্রহনের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। বুধবার সাড়ে ১১টায় প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন করে তারা। একই দাবিতে উপাচার্য কাছে স্বারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষা গ্রহনের তারিখ প্রকাশ করলেও ইবি কর্তৃপক্ষ এবিষয়ে কোন পদক্ষেপ গ্রহন করছেনা। এ পরিস্থিতিতে আমরা মানবন্ধনে দাঁড়িয়ে দ্রুত পরীক্ষা গ্রহনের দাবি জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন অতি দ্রুত আমাদের দাবি না মানলে আমরণ অনশনে যেতে বাধ্য হব।
পরে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের কাছে একইদাবিতে স্মারকলিপি প্রদান করে শিক্ষর্থীরা।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, পরীক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা আমরাও উপলদ্ধি করছি। আগামী ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সভায় এবিষয়ে সিদ্ধান্ত হতে পারে। অন্যথায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার