কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
আজ রবিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে বিভিন্ন বিভাগের শিক্ষকদের উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জহির বিন আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক ড. আখতারুল ইসলাম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মস্তাবুর রহমান, বঙ্গবন্ধু গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. আব্দুল গনি।
এ সময় বক্তারা জাতির জনকের কোনো ধরণের অসম্মান যেন না হয় সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। এছাড়াও ধর্মের নামে কেউ উস্কানিমূলক কথা বললে সাধারণ জনগণকে তা কঠোর ভাবে মোকাবেলা করার কথা বলেন তারা।
বিডি প্রতিদিন/আবু জাফর