চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী তাপস সরকারের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করে তাপস স্মৃতি সংসদ।
সোমবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তাপস স্মৃতি সংসদের যুগ্ম আহ্বায়ক সাদাফ খানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল, সাবেক সহ-সভাপতি সুমন নাসির, তাপস স্মৃতি সংসদের আহ্বায়ক শফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল নাহিয়ান রাফি, খন্দকার রফিক ।
তাপস স্মৃতি সংসদের আহ্বায়ক শফিকুল ইসলাম বলেন, ২০১৪ সালে তাপস হত্যার বিচার, খুনিদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার এবং আইনের আওতায় আনা হলে ২০১৬ সালে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক উপ-ক্রীড়াসম্পাদক শাহিনের আঙ্গুল হারাতে হতো না। ২০১৯ সালে সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন সুমন এবং ছাত্রলীগ নেতা রাফির উপর হত্যার উদ্দেশ্যে হামলা হতো না। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করতে হলে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা তাপস স্মৃতি সংসদের পক্ষ থেকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।'
চবি ছাত্রলীগ সভাপতির রেজাউল হক রুবেল বলেন, পরিবারের অনেক আশা নিয়ে তাপস সরকার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন কিন্তু তাকে লাশ হয়ে ফিরে যেতে হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত তাপসের মতো আরো ১৭ জনকে লাশ হতে হয়েছে। যার একটিও বিচার হয়নি।
মানববন্ধনে তাপসের সহপাঠীরা ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ১৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের শাহজালাল ও শাহ আমানত হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় শাহজালাল হল থেকে একপক্ষের ছোড়া গুলিতে আহত হয় শাহ আমানত হলের সংস্কৃত বিভাগের তাপস সরকার। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় ৩০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন