যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) মহান বিজয় দিবস-২০২০ উদযাপিত হয়। বুধবার সকালে উপাচার্য অধ্যাপক ড. এম এ মান্নান বিশ্ববিদ্যালয়ের ‘স্বাধীনতা চিরন্তন’ স্মারক ভাস্কর্য বেদিতে পুষ্পার্ঘ নিবেদনের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরাম নেতৃবৃন্দ এই সময়ে পুষ্পার্ঘ নিবেদনের মাধ্যমে শ্রদ্ধা জানান।
দিবসটি পালন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে যোহরের নামাজের পর মুক্তিযুদ্ধে বীর শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশের শান্তি সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করে দোয়া করা হয়। সন্ধ্যায় মূল ক্যাম্পাস আলোকসজ্জিত করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার