জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলের সেমিনার লাইব্রেরিতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে।
গতকাল বুধবার উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে হলের প্রভোস্ট অধ্যাপক ড. শেলীনা নাসরীন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. মোহাঃ সাইদুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. তপন কুমার জোদ্দারসহ বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু কর্নারে বিভিন্ন গবেষক ও মনীষীর লেখা প্রায় আড়াই শত বই স্থান পেয়েছে। বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ সম্পর্কে শিক্ষার্থীদের সুস্পষ্ট ধারণা দিতে কর্নারটি স্থাপন করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা