রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী 'আত্মহত্যা' করেছেন। আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে পটুয়াখালী শহরের নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে 'আত্মহত্যা' করেন তিনি।
সকালে তার পরিবার ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পটুয়াখালী সরকারি মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই শিক্ষার্থীর সহপাঠীরা জানান, গতকাল রাতেও পার্থ স্বাভাবিক ছিল। আমাদের সাথে তার কথা হয়েছিল। মানসিক চাপে থাকলে আমাদের সাথে শেয়ার করতো। হঠাৎ করে তার এমন সিদ্ধান্ত মেনে নেয়ার মত নয়। তারা জানান, পার্থর লাশ মর্গে রাখা হয়েছে, ময়নাতদন্ত শেষে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক বখতিয়ার আহমেদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, 'যতদূর জানতে পেরেছি, আজ ভোর সাড়ে ৫টার দিকে পার্থ আত্মহত্যা করেছে। তার মৃত্যুর সঠিক কারণ এ পর্যন্ত জানা যায়নি। তবে তার সহপাঠীদের মাধ্যমে জেনেছি তিনি মানসিক চাপে ছিলেন।
তিনি বলেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা অনেক বেড়েছে। করোনা পরিস্থিতিতে এ ধরনের ঘটনাগুলো ব্যাপকতা পাচ্ছে। এক্ষেত্রে হয়তো আমরা তার সঠিকভাবে কাউন্সিলিং করতে পারছি না। আমরা এভাবে আর কোন পার্থকে হারাতে চাই না। এসময় পার্থ’র শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
বিডি প্রতিদিন/আরাফাত