মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ৬৯ মহাখালী ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির ট্রেজারার (ভারপ্রাপ্ত) এইচ.টি.এম. কাদের নেওয়াজ। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার প্রফেসর ড. মুহাম্মদ সাইফুল ইসলাম।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের সহযোগী অধ্যাপক ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক মো. লুৎফর রহমান। অনুষ্ঠানের শেষভাগে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ