শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে হল খুলে পরীক্ষা নেওয়াসহ ৮ দফা দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানের মাধ্যমে উপাচার্য এম আবদুস সোবহানকে দেয়া এক স্মারকলিপিতে এই দাবি জানান তারা।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ্য করেন, করোনার এই দুর্যোগে হল না খুলে পরীক্ষা নেওয়ার এমন সিদ্ধান্তে শিক্ষার্থীদের চরম বিপদের মুখে ফেলবে। তাছাড়া বাইরে মেস বা বাসায় থাকাকালে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যাবে। আবার ভাড়া নিয়ে থাকার মত অবস্থা অধিকাংশ শিক্ষার্থীর নেই।
ফলে এমন পরিস্থিতিতে বাইরে থেকে পরীক্ষা দেওয়া অসম্ভব হয়ে পড়বে। এতে পড়াশুনার ব্যাপক ক্ষতির পাশাপাশি রেজাল্ট খারাপ হওয়া আশঙ্কা রয়েছে। যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করবে বলেও উল্লেখ করে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের ৮ দফা দাবিগুলো হল- স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে হল খুলে দিতে হবে, হলে স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে হবে, একাডেমিক ভবনের প্রতিটি গেট, ক্লাসরুমসহ সর্বত্র হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ নিশ্চিত করতে হবে, শরীরের তাপমাত্রা নির্ণয় করার ব্যবস্থা করতে হবে, সকলের জন্য মাস্ক বাধ্যতামূলক করতে হবে, টয়লেট পরিষ্কার রাখার ব্যবস্থা করতে হবে, মেডিকেল সেন্টারে করোনা ইউনিটের ব্যবস্থা করতে হবে, ডাক্তারদের আরও তৎপর করে তুলতে হবে এবং অ্যাম্বুলেন্স সেবা সহজতর করতে হবে, হল ভাড়া মওকুফ করতে হবে, পর্যায়ক্রমে অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে।
স্মারকলিপি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ৭৪ জন শিক্ষার্থীর সাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি শিক্ষার্থীরা আমার কাছে দিয়েছে। আমি বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবো। হল খোলার ব্যাপারে ইউজিসির নির্দেশনার পেলেই তবে খোলা যাবে।
এর আগে গত ২৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল হল খুলে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে।
বিডি প্রতিদিন/আবু জাফর