চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য পদ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কে আসছেন এই উপ-উপাচার্য পদে। তবে আলোচনা-সমালোচনা যতই হউক। সরকার বিরোধী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত বা বিশ্ববিদ্যালয়ের সাথে অতীতের অপকর্মের সাথে জড়িতদের বাদ দিয়েই উপ-উপাচার্য পদে যোগ্য, ত্যাগী এবং সততার সাথে কাজ করছেন এমন ব্যক্তিই হবেন বলে চবি সূত্রে জানা গেছে।
চবিসহ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. শাহাদাত হোসেন উপ-উপাচার্য পদে এগিয়ে আছেন। ২০০২ সালে যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে কম্পিউটার বিজ্ঞানে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করা এই শিক্ষক বিভাগের প্রথম অধ্যাপক।
তিনি দীর্ঘ ১৩ বছর বিভাগে সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন এবং নানান গবেষণায় নিয়োজিত আছেন। তিনি ৬ বছর বিভাগের সভাপতি থাকাকালীন শিক্ষাদান পদ্ধতি, মানবসম্পদ ও অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ৮ বছরের বেশি সময় আইসিটি বিভাগের কোঅর্ডিনেটর দায়িত্ব পালনের সময় সর্বপ্রথম ক্যাম্পাস ব্যাপী তথ্যপ্রযুক্তির পরিকল্পনা ও উন্নয়নের রূপকল্প প্রণয়ন এবং তা বাস্তবায়ন করেন। শাহাদাত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ও গবেষকও হিসেবেও প্রতিষ্ঠিত।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ছাত্রলীগ এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও অবসরপ্রাপ্ত মেজর মো. ফিরোজ খানম ফারাজি বলেন, শাহাদাত হোসেন ১৯৮৮-১৯৯৩ সাল পর্যন্ত বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বর্তমানে চুয়েট) ছাত্রলীগের দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালে এক অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে বক্তব্যও রাখেন তিনি। পাশাপাশি বিশ্ববিদ্যালয় থেকে ভালো ফলাফল করে চবিতে প্রভাষক হন।
শাহাদাত হোসেন বলেন, সরকার দায়িত্ব দিলে, যথাযথভাবে দায়িত্ব পালন করবো। বিশ্ববিদ্যালয় থেকে আধুনিক ও ডিজিটাল প্ল্যাটফরমে নিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করে যাবো।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য পদে বেশ কয়েকজন আলোচনায় আছেন, তাদের মধ্যে রয়েছে চবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. শাহাদাত হোসেন, আইন বিভাগের প্রফেসর ড. আব্দুল্লাহ আল ফারুক, সমাজতত্ত্ব বিভাগের প্রফেসর ও বর্তমান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মনিরুল হাসানসহ অনেকেই।
বিডি প্রতিদিন/আবু জাফর