চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফাইন্যান্স বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এক নিখোঁজ হয়েছে। তার নাম এসএম আবরার লাবিব।
মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেল থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় বুধবার (৬ জানুয়ারি) নগরীর ডাবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে লাবিবের পরিবার।
জানা যায়, হাসপাতালে অসুস্থ বাবার দেখাশোনা করে হাঁটতে বের হওয়ার পর থেকে তার খোঁজ পাচ্ছে না পরিবার। চট্টগ্রাম নগরীর চৌমুহনী এলাকায় চাচার বাসায় থেকে পড়াশোনা করছিলেন নিখোঁজ এই শিক্ষার্থী।
নিখোঁজ এসএম আবরার লাবিবের ফুফাতো ভাই মোহাম্মদ সাদী বলেন, লাবিবের বাবা করোনাভাইরাস পজিটিভ, তিনি দীর্ঘদিন ধরে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ভর্তি আছেন। প্লাজমা থেরাপি দেওয়ার পরে কিছুটা সুস্থ বোধ করেন তিনি। এতদিন বাবার দেখাশোনা করতে হাসপাতালেই ছিল লাবিব।
তিনি বলেন, গতকাল বিকেল ৫টা নাগাদ হাসপাতাল থেকে হাঁটতে বের হয়ে সে আর ফিরে আসেনি। বের হওয়ার সময় সে তার মোবাইলটাও নিয়ে যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে ডবলমুরিং থানার কর্মকর্তা (ওসি তদন্ত) মুহাম্মাদ মাসুদ রানা বলেন, নিখোঁজের পরিবার থেকে জিডি করা হয়েছে। বিষয়টি নিয়ে আমাদের তদন্ত শুরু হয়েছে। আমরা পদক্ষেপ নিচ্ছি। বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/ফারজানা