শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাবি প্রেসক্লাব’র উদ্যোগে ‘মুজিবশতবর্ষ ক্রীড়া সপ্তাহ-২০২১’ এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে মুজিবশতবর্ষ ক্রীড়া সপ্তাহের আহ্বায়ক হাসান নাইম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এ ক্রীড়া সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও প্রেসক্লাবের সাংবাদিকরা অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছেন।
মঙ্গলবার দুপুর ১২টা থেকে শাবি প্রেসক্লাব’র ওয়েবসাইটে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়। অনলাইনে রেজিস্ট্রেশন চলবে ২৭ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে https://sustpressclub.org/events/27 এই লিংকে গিয়ে নিবন্ধন করতে হবে।
‘মুজিব শতবর্ষ ক্রীড়া সপ্তাহ’র ইভেন্টগুলোর মধ্যে রয়েছে-লুডু একক, লুডু দ্বৈত, ক্যারাম একক, ক্যারাম দ্বৈত, কার্ডের মধ্যে কলব্রিজ ও মেরিজ-২৯, ডার্ট, ফুটবল শুটিং, ব্যাডমিন্টন একক, ব্যাডমিন্টন দ্বৈত ইত্যাদি। এদিকে একজন প্রতিযোগী একক ও দ্বৈত উভয় ধরনের ইভেন্ট মিলে সর্বমোট ৫টি খেলায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন। এতে অংশগ্রহণকারীদের কোনো ধরনের অ্যান্ট্রি ফি পরিশোধ করতে হবে না।
উল্লেখ্য, শাবি প্রেসক্লাবের ‘মুজিবশতবর্ষ ক্রীড়া সপ্তাহ-২১’ এর আয়োজনের সার্বিক সহযোগিতায় থাকবেন ‘শাবি শিক্ষক সমিতি’ ও ‘শাবি অফিসার্স অ্যাসোসিয়েশন’। খেলা পরিচালনা করবে বিশ্ববিদ্যালয়ের অন্যতম ক্রীড়া সংগঠন ‘স্পোর্টস সাস্ট’।
বিডি প্রতিদিন/এমআই