চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর চুয়েট চেকমেট-১৯ শীর্ষক একটি দল বাংলাদেশ সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথেম্যাটিকস (STEM) ফাউন্ডেশনের আয়োজনে ‘ন্যাশনাল বিডি-স্টিম প্রতিযোগিতা-২০২১’ এ সারাদেশের মধ্যে দ্বিতীয় রানার-আপ নির্বাচিত হয়েছে। গত রবিবার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।
সোমবার বিকাল ৩টায় বিজয়ী দলটি চুয়েট ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দলের সুপারভাইজার ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী উপস্থিত ছিলেন।
বিজয়ী দলের সদস্যরা হলেন- ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘১৯ ব্যাচের শিক্ষার্থী তানযীম তাহমীদ রেজা ও তাইয়্যিবা বুশরা, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ’১৯ ব্যাচের শিক্ষার্থী জোহায়ের মাহতাব এবং ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ’১৯ ব্যাচের শিক্ষার্থী কাশফি উদ্দিন। এবারের প্রতিযোগিতায় দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের মোট ২৩৮টি দল অংশগ্রহণ করে। গত রবিবার ঢাকায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। পুরষ্কার হিসেবে দলটি সনদপত্র এবং ৭৫ হাজার টাকা দেয়া হয়।
সাক্ষাৎকালে চুয়েট ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, বিজয়ী দলের এটি একটি সৃজনশীল কাজ। তাই দলের সকল সদস্য ও সুপারভাইজারকে অভিনন্দন জানাই। একই সঙ্গে আগামীতেও এ ধরনের সৃজনশীল প্রতিযোগিতার মাধ্যমে চুয়েটের ভাবমূর্তি ও সম্মানকে তুলে ধরা হবে- এমনটিই প্রত্যাশা।
প্রসঙ্গত, জাতিসংঘ স্বীকৃত টেকসই উন্নয়নসূচক (SDG) এর ১১ নম্বর সূচক নিয়ে প্রতিযোগিতায় উপস্থাপিত চুয়েট দলের প্রজেক্টের শিরোনাম ছিলো-Developed Model with Integrated Project for Sustainable Cities & Communities.।
বিডি প্রতিদিন/এএম