ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের প্রাক্তন ছাত্রদের মিলন মেলা আগামী ২২ শে জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ' শতবর্ষের মিলন মেলা ২০২২' শীর্ষক এ আয়োজনের জন্য প্রাক্তন ছাত্রদের নিবন্ধনের আহ্বান জানিয়েছে হলের অ্যালামনাই অ্যাসোসিয়েশন ।
শহীদুল্লাহ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা আয়োজক কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিনব্যাপী আয়োজিত মিলন মেলা শহীদুল্লাহ হল প্রাঙ্গণ ও ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যুগপৎ ভাবে অনুষ্ঠিত হবে। সরাসরি হল প্রাঙ্গণে অ্যালামনাই অফিসে অথবা অনলাইনে অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে (www.dushaa.org) নিবন্ধন চলছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন