অবিলম্বে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনসহ ১০ দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। আজ রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের নিকট এ দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- শিক্ষার্থীদের সুবিধার্থে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা পরিবর্তন করা, সান্ধ্য আইন বাতিল, ছাত্র সংগঠন থাকা যাবে না বলে যে বিবৃতি প্রদান করা হয়েছে তা দ্রুত প্রত্যাহার, প্রক্টরিয়াল ক্ষমতা শুধু প্রক্টরিয়াল বডির মধ্যেই সীমাবদ্ধ থাকবে, অন্যকোনো কর্মকর্তার কাছে থাকবে না, ছেলে-মেয়েদের হলগুলোতে প্রয়োজনে অভিভাবক ও অতিথিদের থাকার অনুমতি দিতে হবে।
এছাড়া হলগুলোতে বিশেষ করে মেয়েদের হলগুলোতে কর্মকর্তা-কর্মচারী-আয়াদের দুর্ব্যবহার রোধ করতে হবে এবং এমন অভিযোগ পেলে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে, হলগুলোর ডাইনিং ও ক্যান্টিনের খাবারের গুনগত মান উন্নত করতে হবে, ক্যাম্পাসের বিভিন্ন খাবারের দোকানগুলোর গুণগত মান বৃদ্ধিসহ মূল্য নির্ধারণ করে দেয়াসহ সম্পূর্ণ ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতায় আনতে হবে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে গত ২০ ডিসেম্বর রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে রাকসু আন্দোলন মঞ্চ।
বিডি প্রতিদিন/আবু জাফর