রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ কামারুজ্জামান এন্ড জাহানারা ফাউন্ডেশন বৃত্তি ও সম্মাননা প্রদান করেছে। এছাড়া ‘মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১১:১৫ মিনিটে শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান (লিটন)।
প্রধান অতিথি এএইচএম খায়রুজ্জামান লিটন শহীদ কামারুজ্জামান এন্ড জাহানারা ফাউন্ডেশন বৃত্তিপ্রাপ্ত ৫ জন শিক্ষার্থীকে বৃত্তির চেক প্রদান করেন। বৃত্তিপ্রাপ্তরা হচ্ছেন মোছা. জিনাত মামদুহা ইমু (ইতিহাস বিভাগ), সম্পৃক্তা রায় (আইন বিভাগ), অনু খাতুন (অর্থনীতি বিভাগ), আজমির জাহান (মনোবিজ্ঞান বিভাগ) ও মো. জাহিদুল ইসলাম (কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ)।
বৃত্তি ও সম্মাননা প্রদান এবং ‘মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন ইতিহাস বিভাগের প্রফেসর মো. আবুল কাশেম। এতে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া ও উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে শহীদ এএইচএম কামারুজ্জামানের নাতনি ডা. আনিকা ফারিহা জামান (অর্ণা) বক্তব্য রাখেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
উল্লেখ্য, ১৯৭৫ সালে জেল হত্যাকাণ্ডে শহীদ চার জাতীয় নেতার অন্যতম এ এইচ এম কামারুজ্জামান ও তাঁর মরহুমা স্ত্রী জাহানারা জামানের স্মরণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দরিদ্র, মেধাবী ও স্বাধীনতার চেতনায় বিশ্বাসী শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি প্রবর্তন করা হয়েছে। এজন্য শহীদের পরিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ২৫ লক্ষ টাকা প্রদান করে। এই অর্থ থেকে ইতিহাস, আইন, অর্থনীতি, মনোবিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল