আগামীকাল মঙ্গলবার ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। উৎসবমুখর পরিবেশে দিবসটি পালনে বিস্তারিত গ্রহণ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী ছাত্রসংগঠনটি। এর মধ্যে আছে, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি প্রভৃতি।
ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে আটটায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এবং দেশব্যাপী সংগঠনের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল আটটায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ অন্য নেতাকর্মীরা ধানমন্ডি ৩২ নম্বর ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন।
একই সময়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে কেন্দ্রীয় নির্বাহী সংসদের প্রতিনিধি টিম শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করবে। সকাল নয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হবে। দুপুরে অপরাজেয় বাংলায় প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
আজ বুধবার সাড়ে ১১টায় রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার পথ শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, শুক্রবার দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং শনিবার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করবে ছাত্রলীগ।
উল্লেখ্য, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে প্রতিষ্ঠিত হয়েছিল ছাত্রলীগ।
বিডি প্রতিদিন/আবু জাফর