বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রাণ রাসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের আয়োজনে ‘এইচআইভি সংক্রমণ প্রতিরোধে মাইক্রোবাইসাইড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
সেমিনারে মূখ্য আলোচক ছিলেন যুক্তরাস্ট্রের বোস্টনের জাতীয় উদীয়মান সংক্রামক রোগ পরীক্ষাগারের স্পেশালিস্ট গবেষক ড. মোফাজ্জেল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া এবং জীববিজ্ঞান অনুষদের ডিন ড. সুব্রত কুমার দাস। বিশ্¦বিদ্যালয়ের প্রাণ রাসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের চেয়ারম্যান ড. রেহানা পারভীনের সভাপতিত্বে সেমিনারে বিশ^বিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম সহ প্রাণ রাসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাত উন্নত করার লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। যার মধ্যে অন্যতম কমিউনিটি ক্লিনিক। এই উদ্যোগের ফলে দেশে অসংখ্য কমিউনিটি ক্লিনিক গড়ে তোলা হয়েছে। যার সুফল দেশের সাধারণ মানুষ ভোগ করছে। এর ফলে দেশে মা ও শিশু মৃত্যুহার হ্রাস পেয়েছে এবং মানুষের গড় আয়ুবৃদ্ধি পেয়েছে। উপাচার্য এইচ.আই.ভি প্রতিরোধে সকলকে সচেতন হতে আহবান জানান।
বিডি প্রতিদিন/এএম