নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়।
সভাপতি নির্বাচিত হয়েছেন এসিসিই বিভাগের অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিবিএ বিভাগের অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান। বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার সকালে এ তথ্য জানা গেছে। এর আগে রবিবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচিত অন্যান্য প্রার্থীরা হলেন বিপ্লব মল্লিক, সহযোগী অধ্যাপক, শিক্ষা বিভাগ, সহ-সভাপতি, ড. মেহেদী হাসান রুবেল, সহযোগী অধ্যাপক, কৃষি বিভাগ, সহ-সভাপতি, মোহাম্মদ রুবেল মিয়া, সহকারী অধ্যাপক, ডিবিএ বিভাগ, যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ মুহাইমিনুল ইসলাম সেলিম, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, যুগ্ম সাধারণ সম্পাদক, ড. ফাহদ হুসাইন, সহকারী অধ্যাপক, ফার্মেসি বিভাগ, কোষাধ্যক্ষ, ড. লতিফা বুলবুল, সহযোগী অধ্যাপক, ফার্মেসি বিভাগ, শিক্ষা ও গবেষণা সম্পাদক, মোহাম্মদ আব্দুস সালাম, সহকারী অধ্যাপক, এমআইএস বিভাগ, প্রচার সম্পাদক, মোহাম্মদ শাহীন কাদির ভুঁইয়া, সহকারী অধ্যাপক, বিএমএস বিভাগ, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, ড. ফিরোজ আহমেদ, অধ্যাপক, অনুজীব বিজ্ঞান বিভাগ, সদস্য, ড. মোহাম্মদ আনিসুজ্জামান, অধ্যাপক, ফিমস বিভাগ, সদস্য, ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক, এসিসিই বিভাগ, সদস্য, বাদশা মিয়া, সহকারী অধ্যাপক, আইন বিভাগ, সদস্য, ড. অতুন সাহা, প্রভাষক, অনুজীব বিজ্ঞান বিভাগ, সদস্য।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন