রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ব্যবসায় অনুষদের ৩৩ জন কৃতি স্নাতকোত্তর শিক্ষার্থীদের ‘ডিনস অনার্স লিস্ট অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় সিনেট ভবনে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অ্যাওয়ার্ডপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, কৃতি শিক্ষার্থীদের এই স্বীকৃতি আগামীতে তাদের অনুপ্রাণিত করবে। এমনকি রাষ্ট্রীয় বিভিন্ন ক্ষেত্রে অংশ নিয়ে দেশ ও জাতির সার্বিক সমৃদ্ধি ও কল্যাণে অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং শিক্ষার্থীদের সার্বিক সাফল্য কামনা করেন উপাচার্য।
জানা গেছে, ব্যবসা অনুষদের আওতাধীন ৫টি বিভাগের এমবিএ পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.৮৫ অর্জনকারী ৩৩ জনকে এই পুরস্কার পেয়েছেন। যার মধ্যে হিসাব ও তথ্য ব্যবস্থা বিভাগের ১২ জন, ম্যানেজমেন্ট বিভাগে ৯ জন, মার্কেটিং বিভাগে ৬ জন, ফাইন্যান্স বিভাগে ৪ জন, ব্যাংকিং এন্ড ইন্সুইরেন্স বিভাগের রয়েছেন ২ জন। অ্যাওয়ার্ডের পাশাপাশি সনদ ও নগদ পাঁচ হাজার টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ব্যবসা অনুষদের অধিকর্তা অধ্যাপক ফরিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর ও কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামানিক। এছাড়াও অনুষ্ঠানে অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি ও শিক্ষকবৃন্দ, প্রক্টর, অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবক প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন