ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পথ নাটক ‘একটি অবাস্তব গল্প’ মঞ্চস্থ হয়েছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে বিমল বন্দ্যোপাধ্যায়ের ‘একটি অবাস্তব গল্প’ নাটক অবলম্বনে এটি মঞ্চস্থ হয়। নাটকটি শ্রণি-বৈষম্যের বিরুদ্ধে উচ্চারিত এক আধুনিক কণ্ঠস্বর। নাটকটি উপভোগ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাসহ দর্শনার্থীরা।
বিশ্ববিদ্যালয় থিয়েটারের সাধারণ সম্পাদক রেজওয়ান আহমেদ এর নির্দেশনায় নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন আবির আদনান (জেলার), মোবারক হোসেন আশিক (ক-মন্ডল), লোকমান হোসেন শাকিল (ডাক্তার), শাহরিয়ার প্রিন্স (কমল), সোহরাব হোসেন (বাচনস্পতি), মাহবুব হোসেন (রামসিং), তাওহীদ তালুকদার (কেষ্ট) প্রমুখ।
নাটক চলাকাকালীন বিশ্ববিদ্যালয় থিয়েটারের উপদেষ্টা অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, অধ্যাপক সাইফুজ্জামান, ফলিদ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ল্যাব সহকারী গাউসুল আজম রিন্টু, বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় থিয়েটারের সাধারণ সম্পাদক রেজওয়ান আহমেদ বলেন, নাটকের মাধ্যমে প্রতিবাদ ও ঘুনে ধরা এ সমাজের বাস্তব চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম