বিজয় দিবস উদযাপন উপলক্ষে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) আলোচনা সভা ও ‘জনযুদ্ধ ৭১’ প্রামাণ্যচিত্রটি প্রদর্শনীর আয়োজন করেছে। গত ১৮ ডিসেম্বর আলোচনা সভা ও ‘জনযুদ্ধ ৭১’ প্রামাণ্যচিত্রটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ‘মুক্তিযুদ্ধ ৭১’ এর আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা শাহ সাঈদ কামাল। এতে স্বাগত বক্তব্য রাখেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান। জনযুদ্ধ ৭১ প্রামাণ্যচিত্রটি প্রযোজনা করেছে মুক্তিযুদ্ধ ৭১। প্রামাণ্যচিত্রটির নির্দেশনা দিয়েছেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল।
বিডি প্রতিদিন/এমআই