সুইডিস ইউনিভার্সিটি অব এগ্রিকালচারাল সায়েন্সেস শিক্ষক ড. ডেরেক লুন্ডবার্গ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সাথে সাক্ষাৎ করেছেন। বুধবার সকালে উপাচার্যের কনফারেন্স রুমে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তার গবেষণার বিষয়ে উপাচার্যকে অবহিত করেন এবং রাবির সাথে যৌথ গবেষণার সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। এ বিষয়ে আগামীতে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে কাজ করার আগ্রহ প্রকাশ করেন ড. লুন্ডাবার্গ।
এসময় বিশ্ববিদ্যালয়ের অফিস অব দি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সহকারী পরিচালক ড. শামস মুহা. গালিব ও সহকারী রেজিস্ট্রার আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, লুন্ডবার্গ প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক তানজিমা ইয়াসমিনের আমন্ত্রণে সেমিনারে এসেছেন। তিনি উদ্ভিদ-অনুজীব আন্তঃসম্পর্ক বিষয়ে একজন খ্যাতনামা গবেষক। সাম্প্রতিক বছরগুলোতে নেচার, সায়েন্স, পিনাসসহ বিশ্বখ্যাত বিভিন্ন জার্নালে তার গবেষণালব্ধ প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই