বিএএফ শাহীন কলেজ ঢাকার স্কুল শাখার সর্ববৃহৎ ক্লাব ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ ও লিটেরেচার ক্লাব’ তাদের পঞ্চম ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ সামিট’ আয়োজন করতে চলেছে। এই সামিটে সকল স্কুলের ৫ম থেকে ১২শ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেবে। ইতিপূর্বে এই সামিটে অংশ নেয় প্রায় ২০০০ শিক্ষার্থী। এবারও শ্রেণিভিত্তিক মোট ৩টি গ্রুপের শিক্ষার্থীরা অংশ নেবে মোট ১২টি সেগমেন্টে। আর এ সকল সেগমেন্টে অংশগ্রহণের মাধ্যমে তারা ইংরেজী দক্ষতা বাড়াতে সক্ষম হবে।
আগামী ১৭ ফেব্রুয়ারি উদ্বোধন করা হবে এই আয়োজন। আর ১৯ ফেব্রুয়ারি ‘ক্লোজিং সেরেমনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে’র মাধ্যমে পর্দা নামবে আয়োজনের। এই তিনদিন বিএএফ শাহীন স্কুল ঢাকা ক্যাম্পাসে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা অংশ নেবে।
চলতি বছরের এপ্রিল মাসে ক্লাবটি আরও একটি ল্যাঙ্গুয়েজ ফেস্টের আয়জন করে যাতে সমগ্র বাংলাদেশের প্রায় ২ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।
আসন্ন সামিটের উদ্দেশ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করছে ক্লাবটি। ‘বিএএফ শাহীন কলেজ ঢাকা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ও লিটেরেচার ক্লাব’ পেইজ থেকে শিক্ষার্থীরা এই সামিটে অংশ নেওয়ার জন্য তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করছেন।
এবারের জাতীয় ফেস্টিভ্যালে বিজয়ীদের সম্মানি হিসেবে প্রাইজ মানি এবং ক্যাম্পাস প্রতিনিধিদেরও অর্থ প্রদান করা হবে। ফেস্টিভ্যালের শেষ দিনে উদ্বোধন করা হবে ‘বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ ক্লাব কনসোর্টিয়াম’ যা ভাষাগত দক্ষতা বৃদ্ধিতে সর্বকালীন কাজ করে যাবে।
বিডিপ্রতিদিন/কবিরুল/মঞ্জু