ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) এ তৃতীয় বারের মত শুরু হতে যাচ্ছে “হাল্ট প্রাইজ” প্রোগ্রাম। এ বছর, “হাল্ট প্রাইজ ২২/২৩” এর চ্যালেঞ্জ হচ্ছে “রিডিজাইনিং ফ্যাশন”।
"ইউল্যাব হাল্ট প্রাইজ ২০২৩"এর ক্যাম্পাস ডিরেক্টর, কাজী আনজুম আকিব নিঝুম বলেন, “এই ব্যবসায়িক প্রতিযোগিতা আপনার সমালোচনামূলক চিন্তাভাবনার দক্ষতাকে আরও তীক্ষ্ণ করে তুলবে।"
গত বছর, ইউল্যাব সেন্ট্রাল এন্ড সাউথ এশিয়ার মধ্যে “প্রোগ্রাম অব দ্যা ইয়ার অ্যাওয়ার্ড ২০২২” জিতে।
"হাল্ট প্রাইজ" হলো একটি বছরব্যাপী ব্যবসায়িক প্রতিযোগিতা যা সামাজিক উদ্যোক্তাতার মাধ্যমে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলি সমাধান করার জন্য বিশ্বজুড়ে তরুণদের চ্যালেঞ্জ করে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন