বর্ণিল আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
বুধবার দুপুরে দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় টেন্টে কেক কেটে এক সমাবেশে মিলিত হন সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, গৌরবের ৭৫ বছরে পা দিয়েছে বৃহৎ ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। প্রতিষ্ঠার পর থেকেই দেশের রাজনৈতিক ও সামাজিকসহ নানা ক্ষেত্রে এই সংগঠনের রয়েছে অনেক অবদান। তাই ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশর ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আগামীতেও বঙ্গবন্ধু কন্যার স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে এই ছাত্রলীগ অগ্রণী ভূমিকা রাখবে। তাছাড়া বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে পৌঁছে গেছে। দেশে স্বপ্নের পদ্মাসেতু হয়েছে, মেট্রোরেল হয়েছে এবং সামনের দিনে কর্ণফুলী টানেল হবে। এমন উন্নয়ন কেবল আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই সম্ভব। তাই আমরা বিশ্বাস করি, আগামী নির্বাচনে দেশের উন্নয়নকামী জনগণ আবারো আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে। সেজন্য ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান মেয়র।
শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ৭৫ বছরে পা দিয়েছে। দীর্ঘ এই পথ পরিক্রমায় সংগঠনটির রয়েছে নানা অর্জন ও গৌরবময় ইতিহাস। এই প্রতিষ্ঠাবার্ষিকী পালনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যার স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে শাখা ছাত্রলীগ। সেজন্য ছাত্রসমাজকে মেধা ও কর্মে স্মার্ট হতে হবে। এমনকি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আবারো আওয়ামী লীগকে নির্বাচিত করতে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সভাপতি।
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় অনুষ্ঠানে সহ-সভাপতি মেসবাহুল ইসলাম, কাজী লিংকন, সুরঞ্জিত প্রসাদ বৃত্ত, জাকিরুল ইসলাম জ্যাক, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান মিশু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লাহ-হিল-গালিবসহ নেতৃবৃন্দ ও বিভিন্ন হলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত