জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কাউন্সিলিং সেন্টারের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আনন্দ র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।
আনন্দ র্যালিটি ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদিক্ষণ করে ভাষা শহীদ রফিক ভবনের নিচে এসে শেষ হয়। এরপর কেক কেটে কাউন্সিলিং সেন্টারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং বিশেষ অতিথি হিসেবে কাউন্সিলিং সেন্টারের পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক নূর মোহাম্মদসহ শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক -শিক্ষার্থীসহ কাউন্সেলিং সেন্টারের অন্য সদস্যরা।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ