হান্টার বাজওয়ার দখলে রাজধানীর প্রায় শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ওয়েবসাইট। টিম ব্ল্যাকলিসের পক্ষ থেকে ওয়েবসাইটটি হ্যাক করা হয়। তবে হ্যাকিংয়ের কারণ সম্পর্কে জানা নেই প্রতিষ্ঠান কর্তৃপক্ষের।
আজ বৃহস্পতিবার কলেজের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, সেখানে লেখা 'হ্যাকড বাই হান্টার বাজওয়া, পাকিস্তান জিন্দাবাদ, টিম ব্ল্যাকটিস, সিকিউরিটি ইজ জাস্ট ফ্যান্টাসি, হান্টার বাজওয়া হেয়ার।
এ বিষয়ে কলেজ অধ্যক্ষ মোহসীন কবীর গণমাধ্যমকে বলেন, হ্যাকিংয়ের বিষয়টি বৃহস্পতিবার রাত ৮টার দিকে জানতে পেরেছি, আমাদের ডোমেইন যারা চালান, তাদের বিষয়টি জানানো হয়েছে, তারা এটি ঠিক করার কাজ করছেন। ওয়েবসাইটে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের নাম, জন্ম তারিখ, অভিভাবকদের নাম, ঠিকানাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। হ্যাকাররা কেন হ্যাক করেছে তা আমাদের জানা নেই। তবে এসব শিক্ষার্থীর তথ্য নিয়ে আমরা উদ্বিগ্ন। রবিবার অফিস কার্যক্রম শুরু হওয়ার পর বিষয়ে তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরে চিঠির মাধ্যমে জানানো হবে।
পুরান ঢাকার লক্ষ্মীবাজারে ৭৩ বছরের এই কলেজটির অবস্থান। ১৯৪৯ সালের ১১ নভেম্বর কলেজটি প্রতিষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি, এখানে উচ্চ মাধ্যমিকের পাশাপাশি, স্নাতক স্নাতকোত্তর পর্যায়ের পাঠদান করানো হয়।
বিডি প্রতিদিন/আরাফাত