চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার রাত পৌঁনে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের সামনে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে জড়ানো ছাত্রলীগের দুই গ্রুপের নাম ভার্সিটি এক্সপ্রেস ও সিক্সটি নাইন। সংঘর্ষে আহত কর্মীরা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব সংঘর্ষে আহত তিনজনকে চিকিৎসা দেয়ার কথা জানিয়েছেন। এর মধ্যে একজনকে শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করা হয় বলে জানান তিনি। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘এখন পরিস্থিতি শান্ত। দুই গ্রুপকেই হলে পাঠানো হয়েছে।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন