বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (বিআইএইচআরএম) বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে অনুমোদনপ্রাপ্ত দেশের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। ২০০২ সালে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কোর্সের মাধ্যমে যাত্রা শুরু হয় প্রতিষ্ঠানটির।
সদ্য গ্রাজুয়েশন কমপ্লিট করা ১৫০ জন শিক্ষার্থী এবং দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত চাকরিজীবীদের নিয়ে কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ নভেম্বর একেএম গিয়াসউদ্দিন মিল্কি অডিটোরিয়াম তেজগাঁও ঢাকায় অনুষ্ঠিত হয় বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (বিআইএইচআরএম) কনভোকেশন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার্থীসহ এইচ আর প্রফেসার এবং অতিথিবৃন্দ। উক্ত অনুষ্ঠানে আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে মূল্যবান সার্টিফিকেট ও ক্রেস প্রদান করা হয়। দেশের একমাত্র হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে ইনস্টিটিউট হিসেবে ফার্মগেট তেজগাঁওয়ে নিজস্ব ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু করেছে।
বিডি-প্রতিদিন/শফিক