নানা অপকর্মে মানুষের নৈতিক অবক্ষয়ের দিক তুলে ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মঞ্চস্থ হয়েছে নাটক 'ক্ষয়'। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সমকাল নাট্যচক্রের আয়োজনে এ নাটক মঞ্চায়িত হয়।
মানুষের অপকর্ম কিভাবে শয়তানকেও ছাড়িয়ে গেছে নাটকের বিভিন্ন দৃশ্যপটে সেই চিত্র ওঠে এসেছে।
নাটকটি রচনা করেন নাট্যকার ও নাট্যগবেষক টিটো রেদোয়ান। এতে অভিনয় করেন, সমকাল নাট্যকর্মী ইমন, রিন্টু, হাদী, প্রবীর, জনি, সোলাইমান, জাহিদ, সালভী, ফেরদৌস, বাপন, জাহিদ, আফসারা, আশিক ও শিউলি। সমকাল নাট্যচক্রের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক পথনাট্যোৎসব পর্বে এ নাটক মঞ্চস্থ হয়।
বিডি প্রতিদিন/হিমেল