ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগ ও বাংলাদেশ ও জাপান জয়েন ভেঞ্চার শীর্ষ তথ্য প্রযুক্তি(আইটি) প্রতিষ্ঠান বিজেআইটি লিমিটেড ও জাপানের কয়েকটি আইটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে শুরু হতে যাচ্ছে প্রোগ্রামিং প্রতিযোগিতা ‘কোড সামুরাই-২০২৪’। প্রতিযোগিতার অনলাইন নিবন্ধন প্রক্রিয়া অনলাইন (https://codesamuraibd.net আগামী ১০ ডিসেম্বর শুরু হয়ে চলবে আগামী বছরের ১০ জানুয়ারি পর্যন্ত।
তিন পর্বের এ প্রতিযোগিতার প্রথম পর্ব শুরু হবে একই বছরের ৯ ফেব্রুয়ারি। দেশে তথ্য প্রযুক্তি বিষয়ে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থী তিন জনের দল গঠন করে এতে অংশ নিতে পারবেন।
বৃহস্পতিবার বিভাগের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাইফুদ্দিন মো. তারিক, হ্যাকাথনের আহ্বায়ক অধ্যাপক ড. উপমা কবির, বিভাগের অধ্যাপক ড. মো. মামুন-অর-রশিদ, বিজেআইটি লিমিটেডের সিওও মেহেদি মাসুদ ও মাহবুবুর রহমান রানা প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রেজিস্ট্রেশন সম্পন্নকারী প্রতিযোগী দলগুলোর অংশগ্রহণে প্রাথমিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রাথমিক পর্যায়ে নির্বাচিত প্রথম ১২০টি দলকে নিয়ে চূড়ান্ত পর্যায়ের কার্যক্রম শুরু করা হবে। চূড়ান্ত পর্যায়ে দুটি পর্বের মধ্যে প্রথম পর্ব আগামী বছরের ০৯ মার্চ অনুষ্ঠিত হবে। চূড়ান্ত পর্যায়ের প্রথম পর্ব হতে শীর্ষস্থান অর্জনকারী ৪০টি দলকে নিয়ে আগামী ১০-১১ মে দুই দিনব্যাপী চূড়ান্ত পর্যায়ের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে কোড সামুরাই-২০২৪ সম্পন্ন হবে।
উল্লেখ্য, প্রাথমিক নির্বাচন এবং চূড়ান্ত পর্যায়ের প্রাথমিক পর্বসমূহ অনলাইনে অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সমাধানের জন্য একটি বাস্তব সমস্যা দেওয়া হয়। প্রতিযোগীদের নিজেদের সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতা ব্যবহার করে কোডিংয়ের মাধ্যমে সেই সমস্যার সমাধান বের করতে হয়। সর্বাপেক্ষা সৃজনশীল ও বাস্তবধর্মী সমাধানদাতারা বিজয়ী হবেন।
আয়োজকরা বলেন, কোড সামুরাই গতানুগতিক সকল হ্যাকাথন থেকে ব্যতিক্রম। এ বছরের আয়োজনে চূড়ান্ত পর্যায় শুরুর পূর্বেই প্রাথমিক পর্যায়ের হতে নির্বাচিত ১২০টি প্রতিযোগি দলের জন্য গ্রুমিং সেশনের ব্যবস্থা রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রযুক্তি বিশেষজ্ঞগণ প্রশিক্ষণ প্রদান করবেন। যা চূড়ান্ত পর্যায়ের জন্য প্রতিযোগীদের তৈরির ক্ষেত্রে সহায়তা করবে।
বিডিপ্রতিদিন/কবিরুল