মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় স্মৃতিসৌধ বেদিতে শ্রদ্ধা জানিয়েছেন কিশোরগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জেড এম পারভেজ সাজ্জাদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুজ্জামান, ট্রেজারার অধ্যাপক মো. ইমান আলী, রেজিস্ট্রার নায়লা ইয়াসমিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয় গুরুদয়াল সরকারি কলেজের বঙ্গবন্ধু অ্যাকাডেমিক ভবনে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠান হয়। শিক্ষার্থীরা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও ‘ধন-ধান্যে পুষ্প ভরা’ গান পরিবেশন করেন। পঠিত হয় রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ-এর কবিতা বাতাসে লাশের গন্ধ; স্ত্রী মিলি রহমানের কাছে লেখা বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের একটি চিঠি। প্রদর্শিত হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক দুটো ডকুমেন্টারি।
দ্বিতীয় পর্ব আলোচনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার অধ্যাপক মো. ইমান আলী, উপ-উপাচার্য অধ্যাপক মো. নূরুজ্জামান, উপাচার্য অধ্যাপক ড. জেড এম পারভেজ সাজ্জাদ।
বিডি প্রতিদিন/হিমেল