রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আব্দুল লতিফ হল শিক্ষার্থীকে ছাত্রলীগ নেতার মারধরের অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার হলের অধ্যাপক মাহবুবুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হলে আবাসিক শিক্ষার্থী মারধরের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠিত হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, হলের আবাসিক শিক্ষক ড. অনীক কৃষ্ণ কর্মকারকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে।
এরআগে, গত ১৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের লতিফ হল ছাত্রলীগের নেতা তাসকিফ আল তৌহিদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ করেন পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী মফিজার রহমান। তিনি হলের ১০৪ নং কক্ষের আবাসিক ছাত্র। সেদিন হল থেকে বেরিয়ে চিকিৎসকের নিকট যাওয়ার পথে এ ছাত্রলীগ নেতার সঙ্গে মফিজুর রহমানের দেখা হয়। তারপর বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অতিথি কক্ষে নিয়ে যায় এবং মারধর করে হল ছাড়ার হুমকি দেয় তৌহিদ।
এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে হল প্রাধ্যক্ষসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর অভিযোগপত্র দেন ভুক্তভোগী।
বিডিপ্রতিদিন/কবিরুল