সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের হৃদযন্ত্রে ৪টি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে ৩টি অপসারণ করে রিং বসানো হয়েছে।
গত কয়েকদিন ধরেই বুকে ব্যথাসহ বেশ কিছু সমস্যায় ভুগছিলেন তিনি। শরীরটাও ভালো যাচ্ছিলনা। এ অবস্থায় আজ সোমবার রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তার এনজিও গ্রাম করা হয়। ধরা পড়ে ৪টি ব্লক।সাথে সাথেই ডাক্তাররা তা অপসারণের কাজ শুরু করেন। ইতিমধ্যে ৩টি ব্লক অপসারণ করা হয়েছে। বসানো হয়েছে ৩টি রিং। তিনি এখনও হার্ট ফাউন্ডেশনেই আছেন। আরও কয়েকদিন থাকতে হতে পারে। তবে শরীরের অবস্থা আগের চেয়ে ভালো।
তার সাথে আছেন স্ত্রী আসমা কামরান এবং পুত্র ডাক্তার আরমান আহমদ শিপলু।কামরান ও তার পরিবারের সদস্যরা দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষের কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
বিডিপ্রতিদিন/ ২৬ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান