সিলেটের ওসমানীনগরে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ২২টি দোকান। এতে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার তাজপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, রাত ২টার দিকে উপজেলার তাজপুর বাজারে সবজি গলিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সাথে সাথে আগুন ছড়িয়ে পড়ে গলির বিভিন্ন দোকানে।
খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ছোট-বড়সহ ২২টি দোকান আগুনে পুড়ে গেছে।
বিডি প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত