কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক শুভ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক এবং সিলেট জেলা প্রেসক্লাবের উপদেষ্টা সরওয়ার হোসেনের মা সুফিয়া বেগম (৯০) আর নেই।
বৃহস্পতিবার ভোর সোয়া ৫টায় সিলেট নগরীর শেখঘাটে নিজ বাসায় সুফিয়া বেগম ইন্তেকাল করেন। বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ মসজিদে জানাজা শেষে তাকে দরগাহ কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে সুফিয়া বেগম ২ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন থেকে তিনি বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা